শহর কলকাতা

Kasba Rape Case | 'এটা ষড়যন্ত্র'! কসবা-কাণ্ডে অভিযুক্তদের আইনজীবী দাবি করলেও মক্কেলদের জন্য করলেন না জামিন আবেদন!

Kasba Rape Case |  'এটা ষড়যন্ত্র'! কসবা-কাণ্ডে অভিযুক্তদের আইনজীবী দাবি করলেও মক্কেলদের জন্য করলেন না জামিন আবেদন!
Key Highlights

অভিযুক্তদের আইনজীবী তাঁদের মক্কেলদের জন্য জামিনের আবেদনই করলেন না।

কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তকে আজ আদালতে তুলল পুলিশ। তবে অভিযুক্তদের আইনজীবী তাঁদের মক্কেলদের জন্য জামিনের আবেদনই করলেন না। তাদের বক্তব্য, তদন্তে সহযোগিতার জন্যই তাঁরা জামিন চাইছেন না। তবে জেরার সময় আইনজীবী দেওয়ার আবেদন জানান তাঁরা। এমনকি, আইনজীবীকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়ারও আবেদন করা হয়েছে। এছাড়াও, অভিযুক্তদের আইনজীবীদের দাবি, 'এটা একটা ষড়যন্ত্র। এফআইআর পড়লে মনে হয় না এটা গণধর্ষণ।'