Lawrence Bishnoi | পরপর গুলিতে মৃত্যু মুসেওয়ালা, বাবা সিদ্দিকির! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে নাম সলমন খান সহ আরও অনেকের
Monday, October 14 2024, 2:29 pm
Key Highlightsগ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাংয়ের সদস্যরা এখন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের স্ক্যানারে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাংয়ের সদস্যরা এখন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের স্ক্যানারে। দিন কয়েক আগেই এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে পরপর গুলি করে খুন করা হয়। জানা গিয়েছে, তাদের হিট লিস্টে মূল টার্গেট অভিনেতা সলমন খান। রয়েছেন প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শাগনপ্রীত সিং।নাম রয়েছে গৌরব পাদিলাল ওরফে লাকির সহযোগী মনদীপ ধারিওয়াল, গুরুগ্রাম জেলে বন্দি কুশল চৌধুরী, জেলবন্দি গ্যাংস্টার অমিত ডাগরের। এর আগে লরেন্সের নির্দেশে ২০২২ সালে পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়।

