Gateway of India | মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ৮০ জন যাত্রী নিয়ে ডুবলো লঞ্চ! মৃত্যু ২ জনের!
মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবি।, ২ মৃত, অনেকে আহত, কয়েকজন নিখোঁজ।
গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির দুর্ঘটনায় মৃত্যু ২ জনের! আশঙ্কাজনক ৫ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারে। যার ফলে ৮০ জন যাত্রী সহ লঞ্চটি জলে ডুবে যায়। ইতিমধ্যে ৭৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। তবে এখনও নিখোঁজ সাত থেকে আট জন।