স্থাপন করা হল কমিউনিকেশন স্যাটেলাইট। সফল উৎক্ষেপণ পিএসএলভি-সি৫০ রকেটের।

Thursday, December 17 2020, 2:37 pm
highlightKey Highlights

পিএসএলভি-সি৫০ তথা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সিএমএস-০১ কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছে যা টেলি কমিউনিকেশন পরিষেবা উন্নত করবে। তাতে টেলিভিশন, টেলি এডুকেশন, টেলি মেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবা উন্নত হবে।সিএমএস-০১ হল ভারতের ৪২তম কমিউনিকেশন স্যাটেলাইট।সিএমএস-০১ এর মাধ্যমে জিস্যাট-১২কে প্রতিস্থাপন করা হবে। এই স্যাটেলাইট স্থাপন করা হবে ২০১১ সালে। তার আগে ছিল ইনস্যাট ৩বি। সিএমএস-০১ এর দূরত্ব পৃথিবী থেকে ৪২ হাজার ১৬৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File