Bike Taxi | ভারী ব্যাগ নিয়ে আর ওঠা যাবেনা Rapido বা Uber-এ ! নির্দেশ জারি নবান্নের

ইচ্ছা মতো বড় ব্যাগ নিয়ে এবার থেকে আর চড়া যাবে না বাইক ট্যাক্সিতে। এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন।
এবার Rapido, Uber Moto নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নর। যাত্রীদের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রুখতে এবার থেকে বড়ো ব্যাগ নিয়ে ওঠা যাবেনা বাইক ট্যাক্সিতে। পরিবহন দফতর ঘোষণা করেছে, সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন যাত্রীরা। ব্যাগের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ ৩৬ সেন্টিমিটার। ব্যাগকে সিটের দু’দিকে ঝুলিয়ে নিতে হলে দু’দিকে ১৫ সেন্টিমিটার বেশি ব্যাগ ঝুলে থাকবে না। এছাড়াও এখন থেকে সমস্ত বাইক ট্যাক্সিকে হলুদ নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন। নিয়ম ভাঙলে মিলবে কড়া শাস্তিও।