বিনোদন

Oscars 2025 । অস্কার অধরা, "লাপাত্তা লেডিস" বাদ পড়লো ভোটিংয়েই, আশা জোগাচ্ছে "সন্তোষ"

Oscars 2025 । অস্কার অধরা, "লাপাত্তা লেডিস" বাদ পড়লো ভোটিংয়েই,  আশা জোগাচ্ছে "সন্তোষ"
Key Highlights

অস্কার প্রতিযোগিতার জন্য ভোটিং শুরু হয়েছিল ৯ ডিসেম্বর, যা চলে ১৩ ডিসেম্বর পর্যন্ত। অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই 'লাপাতা লেডিজ'-এর।

অস্কার প্রতিযোগিতার জন্য ভোটিং শুরু হয়েছিল ৯ ডিসেম্বর, যা চলেছিল ১৩ ডিসেম্বর পর্যন্ত। আশা ছিল 'লাপাতা লেডিজ' এর দৌলতে অস্কার আসবে ঝুলিতে। তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেলো। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত ১৫ তালিকায় নাম তুলতে পারলো না কিরণ রাও এর 'লাপাতা লেডিজ'। বাদ পড়লো ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও। তবে আশা জাগাচ্ছে একটি হিন্দি ছবি ‘সন্তোষ’। পরিচালক প্রবাসী সন্ধ্যা সুরি ইউনাইটেড কিংডম থেকে জমা দিয়েছিলেন সিনেমাটি।