Kumarpur Landslide Death । রেলের আন্ডারপাস তৈরির সময় নামলো ধস, মৃত ১ শ্রমিক
রেলের আন্ডারপাস তৈরির সময় আচমকাই নামল ধস, মাটি চাপা পড়ে মৃত এক শ্রমিক। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার কাটোয়া আহমদপুর লাইনের কুমোরপুর স্টেশনের কাছে নতুন আন্ডারপাস তৈরির কাজ হচ্ছিল। রাত্রি সাড়ে আটটার সময় হঠাৎ সেখানে ধস নামে। মাটি চাপা পরে ৩ শ্রমিক। তাঁদেরকে উদ্ধার করে কাঁদরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক। রেল সূত্রে খবর, মৃতের নাম আশুতোষ মণ্ডল। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিক, আরপিএফ। এই দুর্ঘটনার ফলে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।