রাজ্য

Lagnagita Chakraborty | গায়িকা লগ্নজিতাকে নিগৃহ! অভিযোগ নিতে অস্বীকার করায় স্ক্যানারে খোদ পুলিশকর্তা

Lagnagita Chakraborty | গায়িকা লগ্নজিতাকে নিগৃহ! অভিযোগ নিতে অস্বীকার করায় স্ক্যানারে খোদ পুলিশকর্তা
Key Highlights

গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযোগ নিতে টালবাহানা ও তদন্তে গাফিলতির অভিযোগ।

গতকাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের একটি অনুষ্ঠানে স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগ, গায়িকা ‘দেবী চৌধুরাণী’ ছবির গান ‘জাগো মা’ গাওয়া শুরু করতেই এক ব্যক্তি তাঁকে মারতে আসেন। পরে জানা যায়, ওই ব্যক্তি মেহেবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিকের মধ্যে একজন। পরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করে। ঘটনায় দুই পুলিশকর্মী শাহেনশাহ হক এবং ​লুৎফার হোসেনের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।