Ladakh | বদলে গেল লাদাখের মানচিত্র! লাদাখের পাঁচটি নতুন জেলার ঘোষণা কেন্দ্র সরকারের

Monday, August 26 2024, 12:50 pm
Ladakh | বদলে গেল লাদাখের মানচিত্র! লাদাখের পাঁচটি নতুন জেলার ঘোষণা কেন্দ্র সরকারের
highlightKey Highlights

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে এই খবর জানান।


পাঁচটি নতুন জেলা পেল লাদাখ। বদলানো হল লাদাখের মানচিত্র। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে এই খবর জানান। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তৈরি করা হল নতুন পাঁচটি জেলা। যা হলো জ়াংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাংকে জেলার তকমা দেওয়া হলো। উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পরই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয় মোদী সরকার। ২০১৯ সাল থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে লাদাখ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File