North Sikkim Landslide | প্রবল বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! আটকে প্রায় ২০০ পর্যটক! বন্ধ লাচুং, লাচেন ভ্রমণ!

Friday, April 25 2025, 6:30 am
highlightKey Highlights

প্রবল বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত উত্তর সিকিম। বন্ধ করে দেওয়া হলো লাচুং, লাচেন ভ্রমণ।


প্রবল বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত উত্তর সিকিম। বন্ধ করে দেওয়া হলো লাচুং, লাচেন ভ্রমণ। জানা গিয়েছে, পুলিশ জানিয়েছেন, গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চুংথাংয়ে প্রায় ২০০ পর্যটকের গাড়ি আটকে পড়েছে এবং পর্যটকরা সেখানকার একটি গুরুদ্বারে রয়েছেন। পাশাপাশি লাচেন চুংথাং সড়কের মুন্সিথাং এবং লাচুং চুংথাং সড়কে বড় ধরনের ভূমিধসের কারণে উত্তর সিকিমে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই আবহে উত্তর সিকিমে ভ্রমণের জন্য এখন নতুন পারমিট দেওয়া বন্ধ করে দেওয়া হলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File