Maha Kumbh 2025 | কুম্ভের সাইড এফেক্ট ! চর্মরোগে ভুগছেন শাহী স্নান করা পুণ্যার্থীরা

Thursday, February 27 2025, 4:09 pm
highlightKey Highlights

প্রয়াগরাজের কুম্ভ মেলায় পবিত্র গঙ্গা স্নানের পর রাঁচির ত্বক বিশেষজ্ঞরা এক আশ্চর্য পরিসংখ্যান জানিয়েছেন। তাঁদের দাবি সম্প্রতি ত্বক সংক্রান্ত সমস্যার রোগীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।


সম্প্রতি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। এরপরই আশ্চর্য দাবি করছেন রাঁচির ত্বক বিশেষজ্ঞরা। তাঁদের দাবি সম্প্রতি ত্বক সংক্রান্ত সমস্যার রোগীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কুম্ভমেলা থেকে ফিরে আসা রোগীদের মধ্যে চর্মরোগ, তীব্র চুলকানি, লাল দাগ এবং ছত্রাক সংক্রমণের মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভেজা কাপড়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং দূষিত জলে স্নানের ফলে এই সংক্রমণ বেড়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, গঙ্গায় কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ স্বাভাবিকের তুলনায় ১৪০০গুণ এবং যমুনায় ৬৬০গুণ বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File