Kumar Sanu | ‘মিথ্যাচার’? প্রাক্তন স্ত্রী রীতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটলেন গায়ক কুমার শানু

Thursday, October 2 2025, 2:26 pm
Kumar Sanu | ‘মিথ্যাচার’? প্রাক্তন স্ত্রী রীতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটলেন গায়ক কুমার শানু
highlightKey Highlights

এবার রীতার বিরুদ্ধে পালটা ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে আইনি নোটিস ধরালেন কুমার শানু।


ফের গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে। দিন কয়েক আগে তাঁর গায়কের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দ শানুর সঙ্গে তাঁর ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার দিন কয়েক পরই এক সাক্ষাৎকারে শানুর প্রাক্তন স্ত্রী রীতা দাবি করেন, অন্তঃসত্বা অবস্থায় তাঁকে খেতে দিতেন না গায়ক। বাড়ি থেকে বেরনোর সময়ে হেঁশেলে তালা ঝুলিয়ে যেতেন। এসব অভিযোগের পর গায়ককে লাগাতার কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়। এবার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে রীতার বিরুদ্ধে আইনি নোটিস ধরালেন কুমার শানু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File