Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!

Tuesday, April 15 2025, 12:50 pm
highlightKey Highlights

এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করলেন কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেরিয়া গ্রামের এক শিক্ষক।


২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হওয়ার ঘটনায় নড়ে গিয়েছে গোটা বাংলা। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করলেন কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেরিয়া গ্রামের এক শিক্ষক। জয়নগরে টিএস সনাতন হাইস্কুলের শিক্ষক ছিলেন প্রণব পতিত নাঁইয়ার। এদিন সকালে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। শিক্ষকের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরেই বেশ দুশ্চিন্তায় ছিল প্রণব। চাকরির বিষয়ে সব শুনছিল, দেখছিল। ওইসব নিয়েই চিন্তা করছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File