RCB | পাল্টাচ্ছে না ‘হোম’ গ্রাউন্ড? আরসিবির ম্যাচ হবে চিন্নাস্বামীতেই? কী জানালো KSCA
Saturday, January 17 2026, 3:25 pm

Key Highlightsশনিবার কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
গতবছর RCBর IPL ট্রফি জয়ের প্যারেডে পদপিষ্টের ঘটনা ঘটে। এরপর থেকেই ওই গ্রাউন্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) পক্ষ থেকে জানানো হয় চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলবে RCB। KSCA জানিয়েছে, ‘সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নির্দিষ্ট শর্ত ও বিধিনিষেধ মেনে চলার সাপেক্ষেই এই অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এক্সপার্ট রিভিউ কমিটিকে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে KSCA। যেখানে নিরাপত্তা, সুরক্ষা ও ভিড় সামলানো সংক্রান্ত সব নির্দেশিকা পালনের আশ্বাসও দেওয়া হয়েছে।’
- Related topics -
- খেলাধুলা
- আরসিবি
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইপিএল
- ipl
- কর্ণাটক
- চিন্নাস্বামী স্টেডিয়াম


