Guinness World Record । ১ মিনিটে জিভ দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তেলেঙ্গানার ক্রান্তি

Friday, January 3 2025, 3:22 pm
highlightKey Highlights

এক মিনিটে ৫৭টি ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তেলঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা।


দুঃসাহসিক স্ট্যান্ট করে গিনেস বুকে নাম তুললেন তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকেরা। গিনেস এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলি দ্রুতগতিতে চলন্ত ফ্যান সার দিয়ে দাড় করানো রয়েছে। এই চলতে থাকা ফ্যানগুলিকে জিভ দিয়ে নিঁখুত ভাবে থামিয়ে দিচ্ছে ক্রান্তি। এইভাবেই ৫৭টি ফ্যান থামালো ক্রান্তি। ক্রান্তির এই অভাবনীয় কীর্তি নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মুগ্ধ করেছে নেটদুনিয়াকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File