Konstas | বিরাটের পর এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও! কী কারণে শাস্তি পেতে পারেন ১৯ বছরের তরুণ অজি ক্রিকেটার?

Thursday, December 26 2024, 2:05 pm
Konstas | বিরাটের পর এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও! কী কারণে শাস্তি পেতে পারেন ১৯ বছরের তরুণ অজি ক্রিকেটার?
highlightKey Highlights

এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও! যদিও তা বিরাট কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি কাণ্ডে নয়।


এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও! যদিও তা বিরাট কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি কাণ্ডে নয়। কনস্টাস আউট হওয়ার পরই তাঁর কাছ থেকে অটোগ্রাফ চাইতে শুরু করেন অজি সমর্থকরা। আবদার পূরণ করতে এগিয়ে যান কনস্টাসও। আর তাতেই শাস্তি হতে পারে ১৯ বছরের অজি ক্রিকেটারের। কারণ নিয়ম অনুযায়ী, ক্রিকেটার কিংবা ম্যাচ অফিশিয়ালদের স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার স্বাধীনতা থাকে। কিন্তু অনুমতি ছাড়াই ভক্তদের কাছাকাছি গিয়েছিলেন কমস্টাস। পাশাপাশি ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম ভঙ্গ করেন কনস্টাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File