খেলাধুলা

IPL 2025 | এবারের মতো কলকাতায় শেষ IPL যজ্ঞ! দ্বিতীয় দফার ১৭ ম্যাচের ভেন্যুতে নেই ইডেন!

IPL 2025 | এবারের মতো কলকাতায় শেষ IPL যজ্ঞ! দ্বিতীয় দফার ১৭ ম্যাচের ভেন্যুতে নেই ইডেন!
Key Highlights

গ্রুপ পর্বে KKR এর আর কোনও ম্যাচ নেই ইডেনে। ফলে কলকাতায় এবারের মতো আইপিএল যজ্ঞ শেষই বলা যায়।

ভারত পাক সংঘর্ষের জেরে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএল। তবে পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক, যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দুই দেশও। এই আবহে আগামী ১৭ তারিখ থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। সোমবার বোর্ডের তরফে বলে দেওয়া হয়, ফাইনাল সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। তালিকায় বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই,আমেদাবাদ থাকলেও নেই কলকাতা। গ্রুপ পর্বে KKR এর আর কোনও ম্যাচ নেই ইডেনে। ফলে কলকাতায় এবারের মতো আইপিএল যজ্ঞ শেষই বলা যায়।