খেলাধুলা

Yuba Bharati Krirangan | আন্তর্জাতিক মানের হকি ম্যাচ হবে এবার কলকাতায়! ছাড়পত্র পেলো যুবভারতী ক্রীড়াঙ্গন!

Yuba Bharati Krirangan | আন্তর্জাতিক মানের হকি ম্যাচ হবে এবার কলকাতায়! ছাড়পত্র পেলো যুবভারতী ক্রীড়াঙ্গন!
Key Highlights

আন্তর্জাতিক মানের হকি ম্যাচ আয়োজন করার ছাড়পত্র পেল কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক হকি সংস্থার ক্য়াটেগরি ২ সার্টিফিকেট পেয়েছে।

কল্লোলিনী কলকাতার মুকুটে নয়া পালক! আন্তর্জাতিক মানের হকি ম্যাচ আয়োজন করার ছাড়পত্র পেল কলকাতা। আন্তর্জাতিক হকি সংস্থার তরফে শংসাপত্র পেলো  যুবভারতী ক্রীড়াঙ্গন। জানা গিয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক হকি সংস্থার ক্য়াটেগরি ২ সার্টিফিকেট পেয়েছে। স্টেডিয়ামের যেখানে ফুটবলের ট্রেনিং গ্রাউন্ড রয়েছে, তার পাশেই হকির অ্যাস্টোটার্ফ বসানো হয়েছে। রয়েছে দর্শকাসনও। হকি বেঙ্গলের প্রেসিডেন্ট সুজিত বসু এই প্রসঙ্গে বলেন, 'এখানে এ বছরই ম্যাচ হবে কি না, স্টেডিয়ামটা পুরোপুরি রেডি হলে বলতে পারব।'