আবহাওয়া

নতুন বছরের প্রথম দিনই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর, ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নতুন বছরের প্রথম দিনই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর, ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Key Highlights

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতার। এমন আবহে নতুন বছরে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে, মালদায়। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির আশা থাকলেও দক্ষিণবঙ্গে তেমন স্বস্তি এখনই মিলছে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।