Weather Update । শীতে কাঁপছে শহর কলকাতা , ১১ ডিগ্রিতে নামলো তাপমাত্রার পারদ
আজ, ১৪ডিসেম্বর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের মান অস্বাস্থ্যকর। আকাশ পরিষ্কার।
শৈত্যপ্রবাহ চলছে বঙ্গে। আজ, ১৪ডিসেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আজ সারাদিন ১২/ঘন্টা বেগে শীতল হাওয়া বইবে। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে। সারাদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। সূর্যের দেখা মিলবে। বাতাসের মান অস্বাস্থ্যকর। ভোর এবং সন্ধ্যার দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে শহর কলকাতা। কুয়াশার কারণে ভোরবেলা ও রাত্রিকালীন যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।