Kolkata Traffic | রবিবার ব্রিগেডে গীতাপাঠ-ম্যারাথন, যান চলাচলে নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির কারণে ধর্মতলা চত্বরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
বছর দুই পর আবার কলকাতার ব্রিগেডে আয়োজিত হতে চলেছে গীতাপাঠ! ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি এবং ম্যারাথনের কারণে ধর্মতলা চত্বরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত (ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত) লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ হবে ডাফরিন রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থছেকে মল্লিকবাজার পর্যন্ত), নিউ রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, আলিপুর রোডে।
