Kolkata Traffic | ৫ তারিখ দুর্গাপুজোর কার্নিভ্যাল, কোন কোন পথে চলবে না যানবাহন? নির্দেশিকা জারি লালবাজারের

আগামী ৫ অক্টোবর কলকাতায় দুর্গাপুজোর কার্নিভ্যাল। এই কার্নিভ্যালের কারণে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোডে দুপুর বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে বলবৎ থাকবে ৯ সেপ্টেম্বরের নির্দেশিকা। দুপুর ২টো থেকে কার্নিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং-মেয়ো রোডে (ওয়েস্ট বাউন্ড) যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প বন্ধ থাকবে।