Kolkata Traffic | ট্র্যাফিক আইন ভেঙে চতুর্থী থেকে পুলিশের জালে মোট ৩৪৮, কেস নথিভুক্ত হয়েছে মোট ৭৪১টি!

Wednesday, October 1 2025, 2:26 pm
highlightKey Highlights

চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন কারণে আইন লঙ্ঘন করার জন্য মোট ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


রাত জেগে প্রতিমা দর্শনের মাঝেই দেদার ট্র্যাফিক আইন ভাঙছে শহরবাসী! কলকাতা পুলিশ সূত্রে খবর, চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন কারণে আইন লঙ্ঘন করার জন্য মোট ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কলকাতা ট্র্যাফিক পুলিশ মোট ৬২৮৪টি কেস ফাইল করেছে। এর মধ্যে বাইকে তিন জন যাত্রী থাকার জন্যে মোট ১২৪০টি, হেলমেট না থাকার জন্য মোট ৩২৩১টি, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৫৬৮টি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫০৪টি এবং অন্যান্য মোট ৭৪১টি কেস নথিভুক্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File