শহর কলকাতা

Kolkata Traffic | মহানগরে ম্যারাথন, দুপুর অবধি বন্ধ একাধিক রাস্তা, জেনে নিন বিস্তারিত

Kolkata Traffic | মহানগরে ম্যারাথন, দুপুর অবধি বন্ধ একাধিক রাস্তা, জেনে নিন বিস্তারিত
Key Highlights

২১ ডিসেম্বর, রবিবার এই ম্যারাথনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে, নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত যেসব রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে: রেড রোড (২০ ডিসেম্বর রাত ১১টা থেকে বন্ধ), মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্স ওয়ে, এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত)। ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডের মতো প্রধান রাস্তাগুলিতে মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ।