শুটআউট রাতের কলকাতায়! হাসপাতালে ভর্তি আহত ব্যবসায়ী

Thursday, December 21 2023, 2:26 pm
শুটআউট রাতের কলকাতায়! হাসপাতালে ভর্তি আহত ব্যবসায়ী
highlightKey Highlights

রাতের অন্ধকারে শহরে শুটআউট। গুলিবর্ষণ মিন্টোপার্কের কাছে।গুলিবিদ্ধ হয়েছে হাওড়ার এক ব্যবসায়ী। গত রবিবার রাতে পার্কসার্কাস থেকে রবীন্দ্রসদনের দিকে যাচ্ছিলেন পঙ্কজ সিং(৩৮) নামে ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী সহ গাড়িতে মোট চার জন ছিল। অভিযোগ, এজেসি বোস ফ্লাই ওভারের নিচে সিগন্যালে দাঁড়াতেই বেশ কয়েকটি বাইক গাড়িটি ঘিরে ফেলে। একসঙ্গে চার-পাঁচটি বাইক ঘিরে ধরে ব্যবসায়ীকে। গাড়ি থেকে নেমে ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তি হয় বলেও জানা যায়। তারপরেই আচমকা এক দুস্কৃতী গুলি চালায়। ব্যবসায়িক কারণে খুনের চেষ্টা বলেই অনুমান করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File