Red Road | স্বাধীনতা দিবসে রেড রোডে কড়া নজরদারি, ১৩টি জ়োনে ভাগ করা হবে রাস্তাটিকে!
Wednesday, August 13 2025, 3:54 pm

এবার স্বাধীনতা দিবসের দিন রেড রোডকে ১৩টি জ়োনে ভাগ করা হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি কলকাতার রাস্তায়। এবারে রেড রোডকে ১৩টি জ়োনে ভাগ করে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। প্রতি সেক্টরের দায়িত্বে থাকছে একজন IPS ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের কাছে। রেড রোড চত্বরে ৯ টি পিসিআর ভ্যান রাখা হবে। তৈরি রাখা হচ্ছে ৬ টি ওয়াচ টাওয়ার। যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক পদস্থ অফিসাররাও সংলগ্ন এলাকায় উপস্থিত থাকবেন। ১৪ তারিখ থেকেই শহরের রাস্তাগুলিতে নাকা চেকিং চলবে। বাড়তি নজরদারি থাকবে মেট্রো স্টেশনগুলিতেও।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রেড রোড
- স্বাধীনতা দিবস
- পুজো ও উৎসব