Kolkata Police | মঞ্চ সংঘাতের পর এবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ!

Tuesday, September 2 2025, 7:11 am
highlightKey Highlights

মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সংঘাতের আবহে মঙ্গলবার সেনার ট্রাক থামাল পুলিশ।


সোমে মেয়ো রোডের উপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনা। এবার মঙ্গলের সকালে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ। সূত্রের খবর, এদিন সাড়ে ১০টা নাগাদ একটি সেনার ট্রাক ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। পেছনেই ছিল কমিশনারের গাড়ি। অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভাবে টার্ন নেয় সেনা ট্রাক। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তারপরই ট্রাক আটকায় ট্রাফিক পুলিশ। যদিও ডেনজারার্স ড্রাইভিংয়ের অভিযোগও মানতে নারাজ জওয়ানরা। তাঁদের দাবি, সিগনাল খোলা থাকায় গাড়ি টার্ন নেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File