Kolkata-Diwali | দীপাবলি-ছট পুজোয় আগাম সতর্কতা, ৫১ টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি পুলিশের

Thursday, October 16 2025, 5:14 pm
Kolkata-Diwali | দীপাবলি-ছট পুজোয় আগাম সতর্কতা, ৫১ টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি পুলিশের
highlightKey Highlights

পুজোর দিনগুলিতে বারাসাত, নৈহাটি এবং রাজারহাট এলাকায় বিশেষ নজরদারি চলবে বলেও জানিয়েছেন দমকলমন্ত্রী।


আগামী ২০ তারিখ কালী পুজো। আলোর উৎসব দীপাবলিতে মাততে প্রস্তুত হচ্ছে বঙ্গবাসী। রয়েছে ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোও। আজ বৃহস্পতিবার উৎসবের দিনগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বৈঠক সারলেন দমকলমন্ত্রী সুজিত বসু। বৈঠক শেষে মন্ত্রী জানান, ”দীপাবলি, কালীপুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আরও ৫১ টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন অগ্নি নির্বাপণ কেন্দ্র তৈরি রাখা হচ্ছে।” মন্ত্রী বলেন, ”ছট পুজোতে ঘাটে ঘাটে বাড়তি নজরদারি চলবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File