Kolkata Police | প্রতিমা বিসর্জনের সময় অঘটন রুখতে তৎপর কলকাতা পুলিশ, গঙ্গাবক্ষে মোতায়েন মাঝি আর দাঁড়িরা

Friday, October 3 2025, 5:24 am
highlightKey Highlights

বিসর্জনের সময় কোনও অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ঘাটগুলিতে নৌকা-সহ মাঝি ও দাঁড়িদেরও মোতায়েন করেছে লালবাজার।


লালবাজার জানিয়েছে, কলকাতার উত্তর থেকে দক্ষিণে গঙ্গার মূলত ২৪টি ঘাটে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর বিসর্জন হয়। এছাড়াও শহরের ৬টি বড় দিঘি, ১৯টি বড় পুকুর ও সরোবরে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ২৪টি ঘাটে নৌকা সহ মাঝি ও দাঁড়িদেরও মোতায়েন করেছে লালবাজার। উদ্ধারকার্যের জন্য জল পুলিশের স্পিডবোট ও লঞ্চ মোতায়েন করা হয়েছে। একটি স্পিডবোটে তৈরি থাকছেন ৫ জন ডুবুরি। জল পুলিশের তিনটি লঞ্চ ১৪টি ঘাটে ক্রমাগত টহল দিচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File