Tridhara Sammilani | নিরাপত্তার কারণে ত্রিধারার ‘অঘোরী নৃত্যে’র লাইভ অনুষ্ঠান বন্ধ করলো কলকাতা পুলিশ!

নিরাপত্তার কারণে ‘অঘোরী নৃত্যে’র লাইভ অনুষ্ঠান থামিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা পুলিশ।
বিধায়ক দেবাশিস কুমারের পুজো হিসেবে পরিচিত ত্রিধারা সম্মিলনীতে এ বছর বিশেষ আয়োজন ছিল ‘অঘোরী নৃত্যে’র লাইভ শো। এই অনুষ্ঠান দেখতে শহরের রাস্তায় উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দাবি কলকাতা পুলিশের। ফলে নিরাপত্তার কারণে ‘অঘোরী নৃত্যে’র লাইভ অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলো পুলিশ। এর আগেও পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের আলো সাউন্ড শো নিয়েও একই রকম নির্দেশ দিয়েছিল তারা। উৎসবের আনন্দে যাতে দুর্ঘটনার ছায়া না পড়ে সেজন্যে সদা সতর্ক প্রশাসন।
- Related topics -
- শহর কলকাতা
- দূর্গা পুজো ২০২৫
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- কলকাতা পুরসভা