Park Street | "আলোয় ঢাকছে চেনা পার্কস্ট্রিট!"- পুলিশি নিরাপত্তায় মুড়ছে ধর্মতলা চত্বর

বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবে। এছাড়াও নজরদারিতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ।
বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিট চত্বরমুখী আমজনতা। ভিড় বাড়ছে ময়দান, ধর্মতলা চত্বরেও। পড়শি দেশের অস্থিরতায় কপালে ভাঁজ পুলিশের। সূত্রের খবর, এবার পার্কস্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, অ্যাসিসট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা। নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০০ পুলিশকর্মী সহ সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশও থাকবে পার্কস্ট্রিট চত্বরে। এছাড়াও ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলবে নজরদারি। রাস্তার মোড়ে মোড়ে থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্সও।
