Nicco Park | নিক্কো পার্কের জয় রাইড ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু এক যুবকের!

কলকাতার নিক্কো পার্কের জয় রাইড ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু এক যুবকের!
কলকাতার নিক্কো পার্কের জয় রাইড ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু এক যুবকের! প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ১১ টা নাগাদ বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে আসেন উল্টোডাঙার বাসিন্দা বছর আঠেরোর রাহুল। তাঁরা একটি দোলনায় ওঠেন। জানা যাচ্ছে, সেই রাইড সক্রিয় হওয়ার কিছুক্ষণ পরই দোলনা সমেত ভেঙে নীচে পড়ে যান রাহুল। যার ফলে তার মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
- Related topics -
- শহর কলকাতা
- নিকো পার্ক
- মৃত্যু