আবহাওয়াবজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শহরে, উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টিপাত জানালো আবহাওয়া দপ্তর
শুক্রবার এবং আগামী শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। মৌসম বিভাগের তরফ থেকে জানা যাচ্ছে যে, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে।