Kolkata Accident | পথচলতি স্কুলপড়ুয়াকে পিষে দিলো বাস! মর্মান্তিক দুর্ঘটনা উত্তর কলকাতায়

Friday, November 28 2025, 3:13 pm
highlightKey Highlights

তড়িঘড়ি স্থানীয়রা রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথেই বাস চাপা পড়ে মৃত্যু হলো উত্তর কলকাতার এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০.৪৫ নাগাদ সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল বরানগরের বাসিন্দা ১৪ বছরের অরণ্য চক্রবর্তী। সিআইটি মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময়ে একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অরণ্যকে। বাসের সামনের অংশের সঙ্গে আটকে যায় সাইকেল। বাঁ দিকের চাকায় পিষে যায় ওই পড়ুয়া। তড়িঘড়ি একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File