Kolkata | শহরের প্রত্যেকটি রাস্তায় বসছে সংশ্লিষ্ট সংস্থার নাম সহ হোর্ডিং, কোন রাস্তা কে বানিয়েছে জানবে বাসিন্দারা

Saturday, August 23 2025, 5:21 pm
highlightKey Highlights

শহরের কোন রাস্তা কার অধীনে, সেই প্রশ্ন দীর্ঘদিন ধরেই নাগরিকদের মনে ধন্দ তৈরি করেছিল। অবশেষে সেই জট কাটাতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।


কলকাতায় বহু রাস্তার নাম থাকলেও কোন সংস্থা সেই রাস্তা তৈরি করেছে কিংবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তা সাধারণ মানুষ জানেন না। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রসঙ্গ উঠতেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে ডিসপ্লে বোর্ড বা হোর্ডিং বসানো হবে প্রতিটি রাস্তায়। হোর্ডিংয়ে যে সংস্থা রাস্তা তৈরি করেছে, সেই নাম স্পষ্ট করে লিখে দেওয়া হবে। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কোন দফতর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ফলে রাস্তা বেহাল হয়ে গেলে অভিযোগের জায়গা নিয়ে বিভ্রান্তি হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File