Kolkata Municipal corporation | শহরের বিভিন্ন প্রান্তের পুর ক্লিনিকে ওষুধ যাচাই অভিযান কলকাতা পুরসভার

Saturday, February 1 2025, 3:49 am
highlightKey Highlights

শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পুরসভার ক্লিনিক থেকে দরিদ্র মানুষজনকে বিনামূল্যে যে সব ওষুধ সরবরাহ করা হয় তার মান ঠিক থাকছে তো? এ ব্যাপারে নিশ্চিত হতে শহরজুড়ে অভিযানে নামছে কলকাতা পুরসভা।


রাজ্যজুড়ে জাল ওষুধ এবং স্যালাইন কাণ্ডের জের। এবার ওষুধ যাচাই অভিযানে নামলো কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মিউনিসিপ্যাল হেলথ ক্লিনিক রয়েছে। এই ক্লিনিকগুলো থেকে নিয়মিত দরিদ্র মানুষদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র এবং টিবি হাসপাতালে বিনামূল্যে করা হয় চিকিৎসাও। প্রতি বছর এই খাতে কোটি কোটি টাকা ব্যয় করে সরকার। ফলে ওষুধের গুণগত মান ঠিক থাকছে কিনা তা খতিয়ে দেখতে নাকাচেকিং চালাবে পুরসভা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File