শহর কলকাতা

KMC | সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ে 'না' কলকাতা পুরনিগমের!

KMC | সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ে 'না' কলকাতা পুরনিগমের!
Key Highlights

শুক্রবার ‘টক টু মেয়র’ এ তিনি জানান, শহর পরিস্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে বর্জ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের।

এদিন ‘টক টু মেয়র’ এ খালপাড়ের বাসিন্দা রাজশেখর ঘোষ ফোন করে অভিযোগ জানান, খালপাড় সংলগ্ন রাস্তায় অবৈধ পার্কিং চলছে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলি নিয়মিত পরিস্কার না করায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে এলাকায়। পার্কিংয়ের কারণে শহর পরিস্কার করতে সমস্যায় পড়ছেন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের। এরপরই শুক্রবার কলকাতা পুরনিগম নির্দেশিকা জারি করে জানালো, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতা শহরে পার্কিং করা যাবে না। দ্রুত ওই খালপাড় সংলগ্ন রাস্তা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।