Kolkata Metro | প্রায় দেড় মাস বন্ধ থাকতে পারে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনের পরিষেবা
মেট্রো লাইন সংযুক্তিকরণের কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হতে পারে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন।
দেড় মাস ধরে বন্ধ থাকতে পারে কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ লাইন! মেট্রো লাইন সংযুক্তিকরণের কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হতে পারে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন। অর্থাৎ প্রায় দেড় মাস হাওড়া থেকে এসপ্ল্যানেড আবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা। যদিও এখনও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার সংযুক্তিকরণের কাজ কেবল বাকি।