Kolkata Metro | কলকাতা মেট্রোর নিরাপত্তায় এবার AI! কীভাবে কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স?

যদি নির্দিষ্ট কোনও ব্যক্তিকে খোঁজা হয় তাহলে তাকে খুঁজতেও সাহায্য করবে AI।
দিল্লির বিস্ফোরণের ঘটনার পর দেশে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই আবহে আরও কঠোর হতে চলেছে কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা। এবার মেট্রো রেলের নিরাপত্তায় ব্যবহার করা হবে AI। ইতিমধ্যে সেই প্রস্তাবে রেল বোর্ডের অনুমোদন মিলেছে। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানিয়েছেন, প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ কেউ বসে থাকলে বা দীর্ঘক্ষণ কোনও দাবিহীন ব্যাগ পড়ে থাকলে AI সেটা ধরিয়ে দেবে। আবার প্রয়োজনে যদি নির্দিষ্ট কোনও ব্যক্তিকে খোঁজা হয় তাহলে তাকে খুঁজতেও সাহায্য করবে AI।
