Kolkata Metro | ফের মেট্রো বিভ্রাট, ৪০ মিনিট ট্রেন এলোনা শহীদ ক্ষুদিরাম টু দক্ষিণেশ্বরের স্টেশনে, ভোগান্তি নিত্যযাত্রীদের

৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছে না কোনও মেট্রো। চরম বিপাকে যাত্রীরা।
শহিদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ অর্থাৎ মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই বিপর্যস্ত রয়েছে পরিষেবা। আজ বৃহস্পতিবার প্রায় ৪০ মিনিট ধরে কোনও মেট্রো এলো না শহীদ ক্ষুদিরাম স্টেশনে। উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা মহানায়ক উত্তম কুমার থেকে নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এক লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা। যে কারণে প্রথম দিনই সময় মত মেট্রো চালাতে না পেরে বিপর্যস্ত কতৃপক্ষ। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রসঙ্গত, সোমবারও ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল।