Kolkata Metro | বইমেলার মরশুম, রোববার অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা কর্তৃপক্ষের!
Thursday, January 22 2026, 3:07 pm

Key Highlightsবইপ্রেমীদের কথা মাথায় রেখে, তাঁদের সুবিধার্থে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালাবে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বইমেলার জন্য ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। ১৩০টি মেট্রোর পরিবর্তে ১৬০টি মেট্রো চালানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতি রবিবারের মতো এই রবিবারও দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে মেট্রোটি। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা বইমেলা
- বইমেলা
- কলকাতা মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো পরিষেবা
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো


