Kolkata Metro | রাতে শহরে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে ব্লু লাইনের পরিষেবা
Saturday, January 24 2026, 5:39 pm

Key Highlightsরবীন্দ্রসদন মেট্রো স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে মেট্রো সূত্রে খবর।
শহর কলকাতায় ফের মেট্রো বিভ্রাট। মেট্রো সূত্রে খবর, শনিবার রাত ৯টা ৩৪ এর দিকে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ব্লু লাইনের আপ ও ডাউন লাইনে বিক্ষিপ্তভাবে চলছে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত ১০টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- কলকাতা কর্পোরেশন
- রবীন্দ্রসদন


