Kolkata Metro | ছুটির সন্ধ্যেয় থমকালো মেট্রো, দমদমগামী ব্লু লাইনে দুর্ভোগ, ভোগান্তিতে যাত্রীরা

মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে একটি মেট্রোয়। যার জেরে আংশিকভাবে ব্যাহত পরিষেবা।
ফের মেট্রো বিভ্রাট মহানগরে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জের কাছে একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় আধ ঘণ্টা কামরার ভিতরে আটকে পড়েন যাত্রীরা। তার জেরে পৌনে সাতটা থেকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল পরিষেবা। যদিও কতৃপক্ষ জানায়, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চালানো হচ্ছে মেট্রো। তবে তা সত্ত্বেও ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর দেখা মেলেনি দীর্ঘক্ষণ। যাত্রীরা জানাচ্ছেন, প্রায় ৩০-৩৫ মিনিট ধরে আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা অনিয়মিত ছিল।
