জেলাবসছে কিউআর কোড স্ক্যানার! আরও আধুনিক কলকাতা মেট্রো, কাউন্টারে এড়ানো যাবে ভিড়
করোনা মহামারিকালীন একদিকে কিভাবে ভিড় এড়ানো যায়, অন্যদিকে পরিষেবায় যাতে কোনো অসুবিধে না হয় সেই নিয়ে অনেকরকম চিন্তাভাবনা হয়েছে। নয়া প্রযুক্তি আসায় এবার থেকে মেট্রোয় টিকিট কাউন্টারে টোকেনের জন্য আর ভিড় হবে না। মোবাইলে মেট্রো অ্যাপ থেকে প্রথমে দুই স্টেশন বাছাই করার পরে তাঁকে দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট ভাড়া মেটাতে হবে। এরপর ফোনে আসবে কিউআর কোড, নির্দিষ্ট স্টেশনে নামার পর সেখানে ওই কোডটি স্ক্যান করলেই দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। যেই ফোনে বুকিং হয়েছে, শুধুমাত্র সেই ফোন থেকেই কিউআর কোড স্ক্যান হবে।