Kolkata Metro | ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, নতুন রুটে বাড়ানো হল মেট্রো, জেনে নিন টাইমটেবিল
Wednesday, January 7 2026, 3:50 pm

Key Highlightsআগামিকাল, বৃহস্পতিবার থেকে পাঁচটি নতুন মেট্রো চালু করা হচ্ছে। তবে ছুটির দিনে নয়, শুধুমাত্র সপ্তাহের কাজের দিনগুলিতেই চলবে মেট্রোগুলি।
ব্লু লাইনে বাড়ছে পরিষেবা। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলবে নতুন ৫টি মেট্রো। দিনের প্রথম মেট্রো ছাড়বে= সকাল ৬টা ৫০: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম। সকাল ৬টা ৫৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। সকাল ৬টা ৫৫: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। সকাল ৬টা ৫৫: মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর। শেষ মেট্রোর সময়= রাত ৯টা ২৮: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। রাত ৯টা ৩৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। রাত ৯টা ৩৮: দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার। রাত ৯টা ৪৪: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো আধিকারিক
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো


