Kolkata Metro | সাতসকালে রবীন্দ্র সদনে থমকে গেলো মেট্রো, ব্যাহত পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Thursday, January 22 2026, 5:15 am

Key Highlightsফের যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রোর চাকা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগ।
ফের মেট্রো বিভ্রাট শহরে। বৃহস্পতিবার সকালে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলমালের জন্য পরিষেবা ব্যাহত হয়েছে। মেট্রো শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ব্যাহত পরিষেবা। এর জেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল পড়ুয়া ও অফিস যাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে বারবার সমস্যা দেখা দিচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
- রবীন্দ্রসদন


