Kolkata Metro | হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, রবিবার ভোগান্তি যাত্রীদের

গ্রিন লাইন-২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আগামী রবিবার ৩ অগস্ট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
একের পর এক মেট্রো বিভ্রাট। গত সোমবার মেট্রো স্টেশনের স্তম্ভে ফাটল ধরায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ স্টেশন। আজ সকালে চাঁদনী চক মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার কলকাতা মেট্রোর তরফে একটি বিবৃতিতে জানানো হলো, আগামী রবিবার ৩ অগস্ট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে Automatic Train Operation (ATO) টেস্টিং চলবে। ওই দিন গ্রিন লাইন২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সেদিন বিকল্প রাস্তা বাছতে হবে যাত্রীদের।