Kolkata Metro | মহালয়ার সকালে ৪০টি মেট্রো বাড়ছে ইস্ট-ওয়েস্ট করিডরে! ৮ মিনিটের পরিবর্তে ৬ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো

একলপ্তে দিনে ৪০টি মেট্রো বেশি চালানো হবে। তাছাড়াও সকাল ও সন্ধ্যার অফিস টাইমে আট মিনিটের পরিবর্তে ছয় মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
আগামী রবিবার মহালয়ার সকাল থেকে দিনে ৪০টি মেট্রো বেশি চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাবেন সকাল ৭ টা ২ মিনিটে। মহালয়ার দিন মোট ১৩৬টি মেট্রো চলবে ইস্ট ওয়েস্ট শাখায়। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে চলবে ৬৮টি মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে আসবে ৬৮টি মেট্রো। অফিস টাইমে ছয় মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।