Kolkata Metro | মহালয়ার সকালে ৪০টি মেট্রো বাড়ছে ইস্ট-ওয়েস্ট করিডরে! ৮ মিনিটের পরিবর্তে ৬ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো
Friday, September 19 2025, 5:44 pm

একলপ্তে দিনে ৪০টি মেট্রো বেশি চালানো হবে। তাছাড়াও সকাল ও সন্ধ্যার অফিস টাইমে আট মিনিটের পরিবর্তে ছয় মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
আগামী রবিবার মহালয়ার সকাল থেকে দিনে ৪০টি মেট্রো বেশি চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাবেন সকাল ৭ টা ২ মিনিটে। মহালয়ার দিন মোট ১৩৬টি মেট্রো চলবে ইস্ট ওয়েস্ট শাখায়। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে চলবে ৬৮টি মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে আসবে ৬৮টি মেট্রো। অফিস টাইমে ছয় মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো আধিকারিক
- কবি সুভাষ-রুবি মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
- কলকাতা কর্পোরেশন
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো