Kolkata Metro | বাচঁবে সময়, কবি সুভাষে রেক রিভার্সালের অনুমতি পেলো কলকাতা মেট্রো কতৃপক্ষ
Saturday, January 31 2026, 3:16 am

Key Highlightsকবি সুভাষ মেট্রো স্টেশনকে নতুন করে তৈরির কাজ এখনও চলছে। কিন্তু ওই স্টেশনে ট্র্যাককে ফের রেক ঘুরিয়ে আনার উপযুক্ত করে তোলা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
এতদিন অবধি নর্থ সাউথ করিডরের ডাউন লাইনে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হচ্ছিল। এই স্টেশনে যাত্রীদের নামিয়ে রেক খালি করে দেওয়ার পরে সেটি কবি সুভাষ মেট্রো স্টেশন ছাড়িয়ে নিয়ে গিয়ে রেকের মুখ ঘুরিয়ে আনতে হতো। এই প্রসেসে বেশ কিছুটা সময় ব্যায় হতো। অবশেষে সেই সমস্যার সমাধান মিললো। কবি সুভাষ মেট্রো স্টেশনে ‘রেক রিভার্সাল’ এর অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস)। সূত্রের খবর, ওই স্টেশনে ট্র্যাককে ফের রেক ঘুরিয়ে আনার উপযুক্ত করে তোলা সম্ভব হয়েছে। এর জেরে ব্লু–লাইনের পরিষেবা এ বার অনেকটাই মসৃণ হতে চলেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- কবি সুভাষ-রুবি মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- রাজ্য


